Pleiades Bangladesh Ltd.
English | বাংলা | 日本語
Pleiades Bangladesh Ltd.(facebook)   Pleiades Bangladesh Ltd.(google plus)   Pleiades Bangladesh Ltd.(twitter)

Apycom jQuery Menus
Inquery

পরামর্শ প্রদান


বেপজা সম্পর্কিত পরামর্শ



আমরা বেপজা সম্পর্কিত সব ধরনের পরামর্শ এবং সেবা দিয়ে থাকি। এই বিষয়টিতে আমরা পথিকৃৎ হয়ে কাজ করছি এবং ইতোমধ্যে বেশ কয়েকটি দেশি এবং বিদেশী প্রতিষ্ঠানের জন্য কাজও করেছি। বর্তমানে পরামর্শ বিষয়ক আরও বেশ কিছু কাজ আমাদের হাতে রয়েছে।

যে বিষয়গুলোতে আমরা জোড় দিয়ে থাকি
বাংলাদেশের ইপিজেড এরিয়াগুলোতে যেমন ডিইপিজেড, এমইপিজেড, সিইপিজেড, এসইপিজেড, আইইপিজেড এর মত জায়গায় জমি কেনার ব্যাপারে বিভিন্ন ধরনের সেবা দিয়ে আসছি। কর্তৃপক্ষের অনুমোদন সহ সবধরনের পরিসেবা যেমন ডকুমেন্টেশন, ইপিজেড এরিয়া পরিদর্শন এসব বিষয়গুলোতে আমরা নিষ্ঠার সাথে কাজ করে আসছি।

আমাদের শক্তি

  • অভিজ্ঞতা
  • অভিজ্ঞ নেতৃত্ব
  • সমৃদ্ধ তথ্য
  • কাঠামোগত কর্ম প্রক্রিয়া







  • ইতোমধ্যে সম্পন্ন কাজগুলো

    নিম্নবর্ণিত প্রতিষ্ঠানগুলোর জন্য আমরা ইপিজেড সম্পর্কিত বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করেছিঃ

  • কটবুকি বাংলাদেশ লিঃ
  • প্লিয়াদিশ ইন্ডাস্ট্রিজ লিঃ
  • সেইকো স্প্রিং লিঃ
  • হান্টস্‌ম্যান কর্পোরেশন







  •   

    এইচআর কন্সালটেন্সি/মানব সম্পদ বিষয়ক সেবা



    হিউম্যান রিসোর্স (এইচআর) বা মানব সম্পদ বিষয়ক বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকি আমরা। গত কয়েক বছর ধরে সফলতা এবং বেশ সুনামের সাথে বিশ্বের নামী দামী বেশ কিছু প্রতিস্ঠানকে এই সেবা দিয়ে আসছি। বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য দক্ষ জেনারেল ম্যানেজার, মিড-লেভেল এক্সিকিউটিভ খুঁজে নিয়ে এসেছি।

    যে বিষয়গুলোতে আমরা জোড় দিয়ে থাকি
    আমরা নিয়োগ সংক্রান্ত সব ধনের দায়িত্ব নিয়ে থাকি, যেমন নিয়োগ বিজ্ঞপ্তির প্রচার, সিভি/জীবন বৃত্তান্ত সংগ্রহ, সিভি বাছাই, ইন্টারভিউ/সাক্ষাতকারের ব্যবস্থা, বেতন সংক্রান্ত আলোচনা (প্রয়োজন সাপেক্ষে) এবং সর্বশেষে নিয়োগ, এ সব ধরনের কাজ আমরা খুব দক্ষতার সাথে করে থাকি।

    আমাদের শক্তি
  • বিশ বছররেরও উপর অভিজ্ঞতা সম্পন্ন এইচআর এক্সপার্ট
  • সর্বোচ্চ সেবার নিশ্চয়তা
  • সর্বদা টেলেন্টদের মূল্যায়ন, কাজের বৈচিত্রতা এবং কর্পোরেট পরিবেশ বিদ্যমান
  • হিউজ্‌ সিভি ব্যাংক
  • সর্বশেষ নিয়োগ প্রক্রিয়া অনুসরণ
  • গোপনীয়তা দৃঢ়ভাবে বজায় রাখা









  • ইতোমধ্যে সম্পন্ন কাজগুলো
    নিম্নবর্ণতি প্রতিষ্ঠানগুলোর জন্য আমরা এইচআর কন্সালটেন্সি দিয়ে এসেছি:
  • কটবুকি বাংলাদেশ লিঃ
  • সেইকো স্প্রিং লিঃ
  • আজিনোমোতো বাংলাদেশ লিঃ
  • বাংলাদেশ-হোন্ডা প্রাইভেট লিঃ








  • অনুবাদ এবং ব্যাখ্যা



    আমাদের প্রতিষ্ঠানটি বিভিন্ন ভাষার অনুবাদের কাজ করে থাকে। এই মধ্যে প্রধান হচ্ছে জাপানিজ থেকে বাংলা এবং বাংলা থেকে জাপানিজ।

    ফিসঃ

    ব্যাখ্যার ধরণ দিন ফি মন্তব্য
    ট্যুর গাইড একদিনের জন্য $125 ঢাকা
    কাজের ব্যাখ্যা একদিনের জন্য $450 ঢাকা
    ট্যুরিস্টদের জন্য আমরা গাইড প্রদান করে থাকি। এর মধ্যে আমাদের একজন অনুবাদক থাকেন তিনি সবধরনের গাইড দিয়ে থাকেন। এই সেবাটি এখন মূলত জাপানিজ দেরই বেশি দিয়ে আসছি। এখানে আপনার বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে, আপনি ঢাকায় এবং ঢাকার বাইরে যেকোন স্থানে আমাদের সেবা গ্রহণ করতে পারবেন। এখানে যে রেট দেয়া হয়েছে তা মূলত সকাল ৯ টা থেকে সন্ধা ৬ টা পর্যন্ত সময়ের জন্য। এই সময়ের বাইরেও আমরা সেবা দিই, তবে তা আলোচনা সাপেক্ষে। এরকম সব ধরনের সেবার জন্য আপনাকে অগ্রীম বুকিং দিতে হবে।

        আমাদের কথা | যোগাযোগ | গুরুত্বপূর্ণ সংবাদ

          কপিরাইট © ২০১৩ - ২০১৪; প্লিয়াদিশ বাংলাদেশ লিঃ, সর্বস্বত্ত্ব সংরক্ষিত | ডিজাইন- প্লিয়াদিশ আইটি

    Back to Top